সংবাদসংস্থা মুম্বই: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে খুলেছেন। তাঁর স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম 'ক্যাপস ক্যাফে'। এই খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন কপিল ও গিনি‌। খুশির ঢেউ উঠেছিল তাঁদের অনুরাগী মহলে। তবে এবার এই ক্যাফে ঘিরে এল আতঙ্কের খবর। 

 


সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনও প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছিল সমাজমাধ্যমে।

কানাডায় এর আগেও ভারতীয়দের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে কোনও দুষ্কৃতীদের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। এই ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প। কপিল বর্তমানে কানাডায় নেই, তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত।

 

কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ক্যাপস ক্যাফের তরফে একটি সংবেদনশীল বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, "আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আনন্দ দেওয়ার আশায় এই ক্যাফে খুলেছিলাম‌। আমাদের স্বপ্ন ছিল, মানুষের ভালবাসা পাওয়ার। তবে আমাদের স্বপ্নের সঙ্গে এই ঘটনাটা হওয়া হৃদয়বিদারক। আমরা এই ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছি, হাল ছাড়ছি না।"

আরও বলা হয়, "আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বিশ্বাস আমাদের উপর রাখুন। যাতে ভবিষ্যতে এই দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পারি।"

 


কমেডিয়ান হিসাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কপিল। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' দর্শকদের নজর কেড়েছে। কমেডি শোয়ের পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন কপিল। সিনেদুনিয়ায় জনপ্রিয়তা অর্জনের পর পরই ভিনদেশে ক্যাফে খুলেছেন কপিল। কমেডি তারকার ক্যাফে ঘিরে উন্মাদনাও চোখে পড়েছে। এর মধ্যেই দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। 

 

প্রসঙ্গত, কমেডির রাজা এবার স্টাইলেও রাজা! পর্দায় ফেরার আগে শরীরচর্চা করে নিজেকে ভেঙেচুরে গড়েছেন নতুন করে। অনুরাগীদের প্রশ্নের উত্তর তিনি এখনও না দিলেও, তাঁর নতুন রূপ ইতিমধ্যেই ভাইরাল। কপিলের নতুন এই ‘ক্যাপস ক্যাফে’ ছিল কপিল ও তাঁর ঘরনি গিন্নির বহুদিনের স্বপ্ন। আর ঠিক স্বপ্নের মতোই তাঁরা সাজিয়েছিলেন নিজেদের নতুন ক্যাফে। গোলাপি ও সাদা রঙের মেলবন্ধনে সেজে উঠেছিল তাঁদের ক্যাফের অন্দরমহল। খাবারেও ছিল সুস্বাদু নানা পদ। সম্প্রতি হয়েছে ক্যাফের উদ্বোধনও। আর তারপরেই আনন্দ পরিণত হল আতঙ্কে। এইমুহূর্তে ‘কপিল শর্মা শো সিজন ৩’ নিয়ে ব্যস্ত কৌতূক অভিনেতা কপিল শর্মা। ২১ জুন থেকে শুরু হয়েছে তাঁর শোয়ের নতুন সিজন। সঙ্গে শুরু করেছিলেন নতুন পথচলাও। কিন্তু তাঁর মাঝে হঠাৎই ছন্দপতনে যেন মন খারাপ তাঁর অনুরাগীদেরও।