সংবাদ সংস্থা মুম্বই: গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার সকালে শুটিংয়ে বেরোনোর সময়ে ঘটে দুর্ঘটনা। নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে তাঁর পায়ে লাগে বলে জানা গিয়েছে। এরপর তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে গোবিন্দার সঙ্গে তাঁর মেয়ে টিনা ছিলেন।
এদিন সকালে বিমানবন্দরে রওনা দেওয়ার আগে আনুমানিক ভোর ৪.৪৫ মিনিটে অঘটন ঘটে। কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। তখনই নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তাঁর হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এইমুহূর্তে মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। সেই সময়ে গোবিন্দা-পত্নী সুনীতা এবং তাঁদের ছেলে যশ জয়পুরে ছিলেন। দুর্ঘটনার খবর শোনামাত্রই তড়িঘড়ি বিমানে চেপে মুম্বইয়ে হাজির হয়েছেন তাঁরা।
তবে গবিন্দা-কন্যা জানিয়েছেন তাঁর বাবা মোটেও রিভলভার পরিষ্কার করছিলেন না। সেটি একটি জায়গায় রাখতে গিয়েই তাঁর হাত থেকে রিভলভারটি হাত ফস্কে পড়ে যায় এবং তৎক্ষণাৎ ঘটে এই দুর্ঘটনা।
তবে তাঁর এই ঘটনা নিয়ে যেন গুজব না ছড়ায় তাই একটি অডিওবার্তা প্রকাশ করা হয়েছে খোদ গোবিন্দার তরফে। একটি অডিয়োবার্তা প্রকাশ করেছেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “ নমস্কার, আমার নাম গোবিন্দা। হ্যাঁ আমার গুলি লেগেছিল। সেই গুলি বার করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার পাশাপাশি আপনাদের আশীর্বাদের এখন ভাল আছি। হ্যাঁ, আমার শরীরে গুলি বিঁধেছিল এবং তা বের করা হয়েছে। বড় ধন্যবাদ ডাক্তার আগরওয়ালকেও। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।” যদিও এখন ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে তাঁকে। অভিনেতার গোটা পরিবার রয়েছে তাঁর সঙ্গে।
