আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন গুজরাট-ক্যাডারের আইএএস অফিসার প্রদীপ নিরংকারনাথ শর্মাকে অর্থপাচার মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে আহমেদাবাদের বিশেষ পিএমএলএ আদালত। বিচারক কেএম সোজিত্রা রায়ে জানান, শর্মা দায়িত্বে থাকা অবস্থায় সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করেছেন এবং দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে ব্যক্তিগত লাভ করেছেন, তাই তাকে কোনও শিথিলতা দেওয়া যায় না।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে কচ্ছের জেলা কালেক্টর থাকাকালীন শর্মা ওয়েলস্পন ইন্ডিয়া লিমিটেডকে সরকারি জমি বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে বরাদ্দ দেন। প্রতি বর্গমিটার সরকারি নির্ধারিত ৭৮ টাকার বদলে মাত্র ১৫ থেকে ১৮ টাকায় জমি বরাদ্দ হওয়ায় সরকারি কোষাগারে প্রায় ১.২ কোটি টাকার ক্ষতি হয়।
ইডি প্রথম ২০১২ সালে দুর্নীতি দমন আইনে মামলা করে এবং পরবর্তী তদন্তে অর্থপাচারের প্রমাণ পাওয়া যায়। তদন্তকারীরা জানান, জমি বরাদ্দের ‘বদলে’ পাওয়া ঘুষ লেনদেন গোপন রাখতে শর্মা তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। বিনা মূলধন বিনিয়োগেই ওয়েলস্পন–সংযুক্ত একটি সংস্থার ৩০ শতাংশ অংশীদার হন এবং তার ব্যাংক অ্যাকাউন্টে ২৯.৫ লাখ টাকার অনিয়মিত লেনদেন পাওয়া যায়। পরে এই অর্থ থেকে লাভ ও সুদসহ প্রায় ২৮ লাখ টাকা বিভিন্ন খাতে ব্যবহার করা হয়, যার মধ্যে আবাসন ঋণ পরিশোধ এবং দেহগামে কৃষিজমি কেনার মতো খরচ অন্তর্ভুক্ত। তদন্তে আরও উঠে আসে যে, শর্মা হাওলা চ্যানেলের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন।
শর্মার পক্ষ থেকে আগে পাওয়া সাজার সঙ্গে এই সাজা একসঙ্গে কার্যকর করার আবেদন করা হলেও আদালত তা নাকচ করে জানায়, দুর্নীতি ও অর্থপাচারের মামলার আইনি কাঠামো আলাদা এবং সবকটি অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজা আলাদাভাবে ভোগ করতেই হবে। একই সঙ্গে আদালত ইডি আটক করা শর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
