আজকাল ওয়েবডেস্ক: হোটেল, ইভেন্ট অর্গানাইজার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি অনেক সময় গ্রাহকের আধার কার্ডের ফটো কপি রাখে, যা ভুল হাতে গেলে প্রভূত ঝুঁকির সম্ভাবনা থাকে। ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে তাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (ইউআইডিএআই) একটি নতুন নিয়ম চালু করছে। নয়া নিয়মে, গ্রাহকদের আধার কার্ড যাচাই করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে প্রথমে আধার রেজিস্ট্রেশন করাতে হবে। 

ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, নতুন নিয়মে প্রতিষ্ঠানগুলো QR কোড স্ক্যান বা নতুন নতুন আধার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাচাইকরণ করতে পারবে। নতুন অ্যাপলিকেশনটি বর্তমানে বিটা-টেস্টিং পর্যায়ে রয়েছে। এর ফলে ব্যবহারকারীর পরিচয় যাচাই প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে।

ভুবনেশ কুমার বলেছেন, "নতুন নিয়মে অফলাইন যাচাইয়ের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। উদ্দেশ্য হল কাগজ জমা রেখে যাচাই করার প্রথা কমানো এবং ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা বজায় রাখা।"

যেসব প্রতিষ্ঠানের অফলাইন প্রমাণীকরণের প্রয়োজন তাদের একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) অ্যাক্সেস দেওয়া হবে, যার ফলে তারা তাদের সফ্টওয়্যারে যাচাইকরণ সিস্টেম অন্তর্ভুক্ত করতে পারবে। নতুন অ্যাপ ব্যবহার করলে প্রতিবার কেন্দ্রীয় সার্ভারে সংযোগ না করেও যাচাই সম্ভব, ফলে সার্ভার আউটেজ বা দেরি হওয়ার সমস্যা কমে যাবে।

নয়া অ্যাপলিকেশনটি শুধুমাত্র হোটেল বা ইভেন্ট সংস্থা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, তা বিমানবন্দর, দোকান যেখানে বয়স-নির্ধারিত পণ্য বিক্রি করা হয়, এবং অন্যান্য জায়গায়ও ব্যবহার করা যাবে। মূলত যেসব জায়গায় আধার-ভিত্তিক যাচাই প্রয়োজন, সেখানে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। ভুবনেশ কুমার জানিয়েছেন যে, নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে এবং তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকবে না। 

এই অ্যাপলিকেশন ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন সমর্থিত, ১৮ মাসের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হবে। ব্যবহারকারীরা সহজে ঠিকানা আপলোড করতে পারবেন এবং একই অ্যাপে মোবাইল ফোন ছাড়াই পরিবারের অ্যান্য় সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারবেন।