নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার নজরকাড়া জুটি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। বিয়ের আগে সাত বছরের প্রেম, আর তারপরে, সাত বছরের বিবাহিত সম্পর্ক। সদ্যই দুই থেকে তিন হয়েছেন তাঁরা। কোলে এসেছে একরত্তি পুত্রসন্তান ধীর।
সাত বছরের বিবাহবার্ষিকীতে সমাজ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেতা গৌরব-ঋদ্ধিমা। ছবিতে দম্পতির সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট ধীরকে। ছবিগুলোর সঙ্গে ঋদ্ধিমা জুড়েছেন মন ছুঁয়ে যাওয়া একটি লেখাও।
তিনি লেখেন, 'একসঙ্গে থাকার ১৪ বছর আর বিবাহিত হিসেবে সাত বছর। গোটা জীবনটা যদি এরকম দেখতে হয়, তাহলে তো বলব আমরা যেমন ভেবেছিলাম, জীবনটা তার চেয়ে অনেক বেশি মিষ্টি। সাত বছরের ভালবাসা, মন্দবাসা, ঝগড়া এই সবকিছুর পরেও আমাদের মধ্যে ছোট্ট একজন এসেছে। জীবনটা হেসে খেলে এভাবেই চলতে থাকুক, সমস্যা আসুক আবার কেটেও যাক। তুমি আমার একসঙ্গে থাকার চিরকালীন সাথী।'
ছেলে ধীরের জন্মের পর খানিক বিরতি নিয়ে ঋদ্ধিমা ফের কাজে ফিরেছিলেন। গৌরবের সঙ্গে জুটি বেঁধেই জি বাংলার রান্নার রিয়্যালিটি শো 'রন্ধনে বন্ধন'-এ দেখা গিয়েছিল তাঁকে। পরিবারের সঙ্গে বরাবরই বেশি সময় কাটাতে পছন্দ করেন গৌরব-ঋদ্ধিমা। হাতে একটু সময় পেলেই পাড়ি দেন পাহাড়-সমুদ্র-জঙ্গলে। বিবাহবার্ষিকী উপলক্ষেও যে ছুটি কাটাতে গিয়েছেন জুটিতে তা ওই পোস্টেই স্পষ্ট।
