নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু'তে। গল্পে 'পর্ণা'র শাশুড়ি 'কৃষ্ণা'র চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপরে তাঁকে স্টার জলসার 'তেঁতুলপাতা'য় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।


এবার দর্শক তাঁকে দেখছেন স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য়। গল্পে হঠাৎই আগমন হয় সোনার বর অর্থাৎ রুডির মায়ের। এই চরিত্রে অভিনয় করছেন অরিজিতা। এই মেগায় তিনি 'কুন্তলা কুমার'। প্রভাবশালী এক চরিত্রে ফের দেখা যাচ্ছে তাঁকে। তবে চলতি ধারাবাহিকে কেন অভিনয়ের পথ বেছে নিলেন অরিজিতা? 

 

আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "এটাও মায়ের চরিত্র। তবে 'বাবুর মা'-এর মতো একেবারেই নয়। এই মহিলা খুব প্রভাবশালী আর রহস্যময়ী। খুব তাড়াতাড়ি দর্শক এর আসল রূপ দেখতে পাবেন। আজকের দিনে ধারাবাহিকের মেয়াদ যেখানে মাত্র কয়েক মাস, সেখানে ১০০০ পর্ব পার করেছে 'অনুরাগের ছোঁয়া'। এই মেগার অংশ হতে পেরে খুব ভাল লাগছে। ঠিক তেমনই চরিত্রের দিক থেকে বিচার করলে এটা ক্যামিও চরিত্র নয়। এর অনেকখানি প্রভাব পড়বে গল্পে। যা নিয়ে দর্শকের মধ্যে আলোচনা পর্যন্ত হবে বলে আশা করি। তাই বেছে নেওয়া এমন চরিত্র।"

 
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বড়পর্দার পরিচিত মুখ অরিজিতা। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক্স=প্রেম'-এ দেখা গিয়েছিল অরিজিতাকে। আবারও পরিচালকের ছবিতে নজর কেড়েছেন তিনি। সম্প্রতি, 'কিলবিল সোসাইটি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সমালোচক মহলে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।