সংবাদ সংস্থা মুম্বই: নেটদুনিয়ায় এখন চর্চার কেন্দ্রে ‘তওবা তওবা’ গানের সুরে ভিকি কৌশলের উদ্দাম নাচ। ‘ব্যাড নিউজ’ ছবির এই গান এতটাই জনপ্রিয় হয়েছে যে সেই গানের সুরে পা দুলিয়ে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করছেন তারকা থেকে আম আদমি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ভিকি জানালেন, তাঁর স্ত্রী তথা তারকা-অভিনেত্রী ক্যাটরিনা কইফেরও ভারি পছন্দ হয়েছে এই নাচ। এবং তাঁর স্ত্রীর এই নাচ পছন্দ হওয়ায় যারপরনাই খুশি ভিকি। এতটাই খুশি যে ব্যাড নিউজ-এর নায়ক সরাসরি বলেই ফেললেন- “তথাকথিত নৃত্যশিল্পী বলতে যা বোঝায় তা আমি নই। এই গানের সুরে ভাসান ডান্স করেছি। আর সেই নাচ দেখে যে নিজের ভাললাগার কথা ক্যাটরিনা জানিয়েছেন তার আনন্দ আমার কাছে অস্কার পাওয়ার মতো!”
সেই সাক্ষাৎকারে ভিকি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নৃত্যশিল্পী হিসাবে তাঁর থেকে অনেক উঁচু দরের ক্যাট। তাই সেক্ষেত্রে কোনওভাবেই ক্যাটরিনার সঙ্গে তাঁর তুলনা চলে না। অভিনেতার কথায়, “ক্যাটরিনা কোনও কাজে হাত দিলে দুরন্তভাবে তা শেষ করেন। ও অন্য মার্গের”। এমনকী এও জানান, প্রতিবার তাঁর যেকোনও নাচের মহড়ার ভিডিও ক্যাটরিনাকে দেখানো হলে তা মন দিয়ে দেখেন তিনি। সবশেষে কী করলে সেই পারফর্মেন্স পর্দায় আরও জমাটি লাগবে সে বিষয়েও নিজের মতামত জানাতে বলেন না।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন ক্যাটরিনাকে বিয়ে করার পর তাঁর জীবনে ঠিক কী পরিবর্তন এসেছে। দৃঢ় স্বরে অভিনেতা জানিয়েছিলেন, তিনি ক্যাটরিনাকে বিয়ে করে সুখী। বলেছিলেন, “আমি সত্যি সৌভাগ্যবান কারণ ক্যাটরিনা আমার জীবনে বহু সুন্দর বিষয় এনেছে। প্রতি দিন সকালে উঠে মনে হয়, আমি আজ আরও ভাল একটা মানুষ হয়ে উঠতে পেরেছি এবং তা ওর জন্যই। সম্পর্কের জন্য ও অনেক কিছু করেছে।”
