নিজস্ব সংবাদদাতা: পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন 'বল্লভপুরের রূপকথা' অভিনেতা সত্যম ভট্টাচার্য। তাঁর হাত ধরে সেলুলয়েডে হয়তো ফিরবে একটুকরো ছেলেবেলা, অচেনা দক্ষিণ কলকাতা আরও অনেক কিছুই। আজকাল ডট ইন এর কাছে পরিচালনা নিয়ে অকপট অভিনেতা।
সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় তেমনই আভাস দিয়েছেন সত্যম। ছবিতে দেখা যাচ্ছে মনিটরে চোখ রেখেছেন তিনি। এই ছবির ক্যাপশন কী হতে পারে, জানতে চেয়েছেন অনুরাগীদের কাছে। তাতেই বানভাসি কমেন্ট বক্স। কেউ বলছেন 'লক্ষ্যভেদ'! কেউ আবার বলছেন, 'ওরম তাকিও না, ক্যাবলা হয়ে যাই।' কিন্তু কী বলছেন অভিনেতা ? নতুন কাজ নাকি নতুন রূপে? ''এখনই নয়, তবে পরিচালনার কথা ভাবছি''- সোজাসাপ্টা জবাব সত্যমের। সেই ছবিতে মুখ্য ভূমিকায় তিনিই থাকবেন? একেবারেই না। কারণ পরিচালনা এবং অভিনয় দুটো একসঙ্গে সামলানো বেশ কঠিন, তেমনটাই মনে করেন অভিনেতা। তবে মুখ্য ভূমিকায় কে? এখনও কিছু ভাবেননি। সত্যমের কথায়, ''আমার ছবিতে থাকবে স্কুলজীবনের কথা। একটা ছেলের পাড়ার কথা। বয়ঃসন্ধির আবেগের পরিবর্তনের কথা। সেই বয়সের অভিনেতা এখনও আমার চোখে পড়েনি। তাই ওভাবে বলা মুশকিল।'' এত বিষয় থাকতে ছোটবেলা, পাড়ার কথা কেন ? ''সুপারফিসিয়াল কিছু বানাতে চাই না। ইচ্ছা আছে 'পিস অফ লাইফ' এর মতো জীবনের কথা বলতে। যেমন হালফিলের 'পঞ্চায়েত'। বাংলা ছবিতে দক্ষিণ কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে আমার অনেক কিছু মিসিং লাগে। তাই আমি আমাদের বড় হয়ে ওঠার সময়ের কথা বলতে চাই আমার ছবি দিয়ে। আমি এমন কিছু নিয়ে ডিল করতে চাই না যেটা আমি একেবারেই জানি না। ''
এই মুহূর্তে সন্দীপ্তা সেন এর সঙ্গে 'প্রিয় ঠিকানা'র কাজ নিয়ে ব্যস্ত সত্যম। যা মুক্তি পাবে আর কিছু দিনেই। অন্যদিকে পরিচালক জয়দীপ মুখার্জির ছবি 'মিসিং লিঙ্ক'এর কাজও প্রায় শেষের দিকে। কিন্তু পরিচালনার কাজে কবে হাত দেবেন তিনি? খুব শিগগিরিই বসবেন গল্প নিয়ে। হাতড়ে দেখবেন স্কুলবেলা। হোমওয়ার্ক করেই মাঠে নামবেন অভিনেতা