সংবাদ সংস্থা মুম্বই: সমাজমাধ্যমের বিরুদ্ধে বিরক্তি উগরে দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সমাজমাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবন ও পরিবারকে ঘিরে অনবরত যে কাটাছেঁড়া চলে নেটদুনিয়ায়, সেই বিষয়ে এবার সরব হলেন নওয়াজ। কোনও ভণিতা না করেই বলি-অভিনেতা বলে ওঠেন, "সমাজমাধ্যমের সঙ্গে আড়ি হয়ে গিয়েছে আমার। আগে যখন আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা‌ কথা বলাবলি হতো, ইচ্ছেমতো খবর লেখা হতো তখন খানিক খারাপ লাগত। তবে এখন আর লাগে না। কারণ সমাজমাধ্যমের সবকিছুই মিথ্যে!"
'স্যাক্রেড গেমস'খ্যাত এই অভিনেতার মতে, অনেক সময় সত্যিটাকেই ঢেকে রাখে সমাজমাধ্যম। তাঁর কথায়, " কারও সম্পর্কে এখানে যা দেখানো হয় তা মোটেই সত্যি নয়!" সামান্য থেমে তাঁর সংযোজন, " যদি সমাজমাধ্যমে দেখে কোনও ব্যক্তির বিষয়ে আপনি একটি ধারণা তৈরি করে ফেলেন, তা হলে বাস্তবে কিন্তু বড্ড ঠকে যাবেন।চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছে, আজকাল তো সাধারণ মানুষও কম ব্যবহার করছেন সমাজমাধ্যম"।
কথায় কথায় নওয়াজ আরো জানান তিনিও একসময় সমাজমাধ্যম দেখেই বলিপাড়ায় তাঁর সহকর্মীদের বিষয়ে নানা ধারণা তৈরি করে রেখেছিলেন। কিন্তু বাস্তবে তাঁদের সঙ্গে আলাপ হওয়ার পর নওয়াজের সেই ধারণা টুটে যায়। "এই নেটদুনিয়ার ভরসাতেই ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে একেকরকম ধারণা তৈরি করেছিলাম। কিন্তু পরে যখন একে একে তাঁদের সঙ্গে আলাপ করার সুযোগ এল, দেখলাম যা ভেবে রেখেছিলাম অনেকটাই সেই তুলনায় অনেকটাই আলাদা তাঁরা!" 
কথাশেষে 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর অভিনেতা যোগ করেন, " সব কালেই এই দুনিয়ায় কিছু ভাল মানুষের অস্তিত্ব থাকে, যাঁদের জন্য আজও এই প‌থিবীটা শেষ হয়ে যাইনি। শুধু এটুকু বলতে পারি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে যখন হামলে পড়েছিলেন অধিকাংশ মানুষ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে ইচ্ছেমত কাটাছেঁড়া করতেন সেই কঠিন সময়ে যাঁরা এই কাজটি করেননি তাঁদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ"।

প্রসঙ্গত, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের ব্যাপারে নওয়াজের মন্তব্য শুনে চমকে উঠেছেন পাঠক। নিজেকে বলিউডের 'সবথেকে কুৎসিত দর্শন অভিনেতা'র তকমা দিয়েছিলেন 'কাহানি' ছবির এই অভিনেতা। পাশাপাশি নিজের চেহারার জন্য যে ইন্ডাস্ট্রিতে বৈষম্যর শিকার হতে হয়েছিল তাঁকে, সেকথাও সোজাসাপ্টাভাবে জানান বলি-তারকা।

নওয়াজের কথায়, ' আমাকে দেখে এত মানুষ ঘৃণা করেন কেন জানি না। হয়তো এতটাই কুৎসিত দেখতে আমাকে, তাই। আজকাল নিজেকে আয়নায় দেখে নিজেকে কুদর্শন মনে হয় আমার। একেক সময় তো মনে হয়, এরকম কুৎসিত, কদাকার চেহারা নিয়ে কী করে বলিপাড়ায় পা রাখলাম!" তবে পাশাপাশি এও বলেছিলেন," ইন্ডাস্ট্রির প্রতি আমার কোনও অভিযোগ নেই। বরং যাঁরা আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে কাজ দিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’’