নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ 'আর্য সিংহ রায়'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা জিতু কমলকে। বহুদিন পর ছোটপর্দায় ফিরে আবারও দর্শকের ভালবাসা পাচ্ছেন জিতু। মেগার গল্প অনুযায়ী, নায়িকাকে ভালবাসলেও মুখ ফুটে বলতে পারছেন না তিনি। এদিকে বাস্তবে নায়কের জীবনে যেন বিরহের ছায়া!

 

 

 

নবনীতা দাসের সঙ্গে বহুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। এখন মাঝেমধ্যেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেতা। এবারও নেটিজেনদের চোখ এড়ায়নি জিতুর পোস্ট। রবিবার রাতে জিতুর পোস্টে উঠে এল 'ভুল মানুষকে ভালবাসা'র যন্ত্রণা। 

 

 

 

অভিনেতা লেখেন, 'ভুল মানুষকে ভালবাসার ফল কখনও সুখ দেয় না, শুরুতে মনে হয় এটাই বুঝি ঠিক, কিন্তু সময় যত যায়,ততই বোঝা যায় নিজের মনটাই ভুল বুঝেছিল। তারা দায়িত্ব নিতে জানে না, শুধু দায়িত্ব দিয়ে যায়। তোমার কষ্ট তাদের কাছে গল্প, আর তোমার চোখের জল শুধু দুর্বলতা।'

 

 

 

তিনি আরও লেখেন, 'তুমি ভেবেছিলে, একদিন বদলে যাবে সব, তারা বুঝবে- তুমি কী চেয়েছিলে।কিন্তু না, ভুল মানুষরা শুধু আসে শূন্যতা রেখে যাওয়ার জন্য। সব শেষে থেকে যায় কিছু প্রশ্ন, আর একরাশ গভীর দুঃখ-যা কাউকে বোঝানো যায় না।' যদিও এই লেখা জিতুর নয়। লেখার সঙ্গে অভিনেতা জুড়েছেন 'সংগৃহীত'। তবুও তাঁর এই পোস্ট দেখে অভিনেতার ব্যক্তিগত জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। জিতুও তবে প্রাক্তন স্ত্রীকেই 'ভুল মানুষ' বলে ইঙ্গিত করলেন?