নিজস্ব সংবাদদাতা: ২০২৪-এর লোকসভা ভোটে যাদবপুরের সাংসদ পদে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। যাদবপুরের নতুন সাংসদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক আবেদন জানালেন সহকর্মী অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় নিজের নানা বক্তব্য প্রায়ই তুলে ধরেন ভাস্বর চট্টোপাধ্যায়। ভালো, খারাপ সবকিছুই লেখেন তিনি। এবার বহু অভিনেতা অভিনেত্রীর হয়ে একটি বিশেষ সমস্যা সমাধানের জন্য সাংসদ সায়নী ঘোষের কাছে আবেদন জানালেন অভিনেতা। তিনি লিখেছেন, "মাননীয়া সায়নী ঘোষ, এই যে রাস্তার ছবিটি দেখছেন সেটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৪ থেকে দাসানি ২ স্টুডিওতে অভিনয় করতে আসছি, একই অবস্থা। রোজই মনে হয় গাড়ির বদলে সাইকেল বা পায়ে হেঁটে এলে ভাল হতো। বর্ষায় কী সাংঘাতিক অবস্থা হয় আশা করি আপনি বুঝবেন। বিগত দিনে কেউ কাজ করেনি, আশা করি আপনি বুঝবেন কারণ আপনি তো মন দিয়ে রাজনীতিটাই করেন। বিনীত ভাস্বর চট্টোপাধ্যায়।"


এর আগে যাদবপুর কেন্দ্রে সাংসদ ছিলেন মিমি চক্রবর্তী। খানিকটা অভিযোগের সুরে নিজের এবং বহু শিল্পী ও কলাকুশলীদের মনের কথা এই ভাবেই ব্যক্ত করলেন অভিনেতা। এই পোস্ট দেখার পরই কমেন্ট করেছেন সায়নী। তিনি লিখেছেন, 'নিশ্চয়ই ভাস্বরদা, এই বিষয়টা আমি দেখছি। এই জায়গাটি আমার দল যাতে পরিদর্শন করতে পারে তার জন্য যদি সঠিক একটি ছবি দিয়ে আমায় ইনবক্স করতে পারেন, তাহলে খুব ভাল হয়।"

প্রসঙ্গত, দাসানি ২ স্টুডিওতে এই মুহূর্তে চলছে জি বাংলার 'যোগমায়া'র শুটিং। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে ভাস্বরকে। এছাড়াও তাঁর লেখা বই অনুরাগীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।