সংবাদ সংস্থা মুম্বই: প্রথমবার একসঙ্গে তাঁদের দেখা গিয়েছিল ‘পিকে’ ছবিতে। তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ঐটুকু সময়ের জন্য আমির খান এবং রণবীর কাপুরকে দেখে মোটেই মন ভরেনি জনতামহলের। তারপর সেই কবে থেকে হা পিত্যেশ করে দর্শক বসে রয়েছেন এই দু’জন তারকাকে একসঙ্গে ছবিতে দেখার জন্য। তবে শেষমেশ শুনলেন তিনি শুনলেন। একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন আমির এবং রণবীর। এবং সে খবর পোস্টার সহ ঘোষণা করলেন রণবীরের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Alia Bhatt ???? (@aliaabhatt)
ইনস্টাগ্রামে নিজস্ব অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে দেখা গেল, রণবীর ও আমিরের পাশাপাশি দাঁড়ানোর একটি ছবির পোস্টার হাতে নিয়ে রয়েছেন তিনি। সেই পোস্টারের উপর লেখা ‘এ কে ভার্সেস আর কে’। অর্থাৎ আমির বনাম রণবীর। দর্শকের উদ্দেশ্যে আলিয়াকে বলতে শোনা গেল, “সেরার সেরাদের যুদ্ধ। আমার দু’জন সবথেকে প্রিয় অভিনেতা এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে... দারুণ একটা ব্যাপার হতে চলেছে...একটু অপেক্ষা করুন..আগামীকাল এই বিষয়ে আরও বিশদে জানতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, বিষয়টি আমার যতটা ভাল লেগেসিগে, আপনাদেরও লাগবে।”
প্রসঙ্গত, তবে এই ‘এ কে ভার্সেস আর কে’ কিন্তু কোনও ছবির ঘোষণা নয়। বিজ্ঞাপনের কাজ। সেটিও এই ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আলিয়া। সেই পোস্টারের উপর গোটা, গোটা অক্ষরে লেখা, ‘চূড়ান্ত ব্লকব্লাস্টার’ এবং ‘বছরের সেরা দ্বন্দ্ব’ । উল্লেখ্য, এই বিজ্ঞাপন পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। এইমুহূর্তে রণবীরকে ‘রামায়ণ’ ছবিতে পরিচালনা করেছেন নীতেশ। অন্যদিকে আমিরের জনপ্রিয় ছবি ‘দঙ্গল’-এরও পরিচালক ছিলেন তিনি।