ঘর ছেড়েছেন আমির খান।নিজের বাড়ি ত্যাগ করে পালি হিলে চারটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট প্রতি মাসে ২৪.৫ লক্ষ টাকায় লিজ নিয়েছেন। কারণ? ভার্গো হাউজিং সোসাইটিতে তাঁর নিজস্ব ফ্ল্যাটগুলি হাই-প্রোফাইল পুনর্নির্মাণের কাজ চলছে।
বলিউডের অন্দরের খবর, অভিনেতা মে ২০২৫ থেকে মে ২০৩০ পর্যন্ত, ৪৫ মাসের লক-ইন পিরিয়ড সহ পাঁচ বছরের লিজে স্বাক্ষর করেছেন। চুক্তিতে ১.৪৬ কোটি টাকারও বেশি সিকিউরিটি ফি, চার লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ২০০০ টাকার রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত রয়েছে। ভাড়া বার্ষিক ৫% হারে বৃদ্ধি পাবে।
আমিরের পুরনো ঠিকানা ভার্গো কমপ্লেক্সে প্রিমিয়াম সমুদ্রমুখী ফ্ল্য়াট থাকবে বলেই আন্দাজ করা যাচ্ছে। দাম প্রতি বর্গফুট ১ লক্ষ টাকার বেশি। নতুন কিছু ইউনিটের মূল্য ১০০ কোটি টাকারও বেশি বলে ধারণা।
আমিরের নতুন অস্থায়ী ঠিকানা, উইলনোমোনা, পূজা কাসা থেকে মাত্র ৭৫০ মিটার দূরে—যেখানে শাহরুখ খান এবং তাঁর পরিবার বর্তমানে বসবাস করছেন। কারণ মন্নত-এও আপাতত পুনর্নির্মাণের কাজ চলছে ।
বান্দ্রা পশ্চিম বলিউডের বড় তারকাদের বাস। আমির এবং শাহরুখ ছাড়াও, এই এলাকায় সলমন খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, রণবীর কাপুর, আলিয়া ভাট এবং রেখার মতো তারকারা বাস করেন। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও শীঘ্রই কাছাকাছি তাঁদের নতুন বাড়িতে চলে যাবেন বলে আশা করা হচ্ছে।
আমির সম্প্রতি সিতারে জমিন পার দিয়ে সিনেমায় ফিরেছেন, যা ভারতে ১৬৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। পরবর্তীতে, তিনি রাজকুমার হিরানির আসন্ন জীবনীচিত্রে দাদাসাহেব ফালকের চরিত্রে অভিনয় করবেন এবং সানি দেওল অভিনীত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ প্রযোজনাও করবেন। তিনি ২০২৫ সালের মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
শুধু তাই নয়, আমির খানকে রজনীকান্তের ‘কুলি’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। এটি দেবা নামে এক চরিত্রের গল্প অনুসরণ করে, যে দিনমজুর ছিল। তার অতীত অন্ধকার ও রহস্যময়। কয়েক দশক পরে তার ঘনিষ্ঠ বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য ছায়া সরিয়ে বেরিয়ে আসবে দেবা। রজনীকান্ত এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন যা অ্যাকশন, সাসপেন্স এবং রাজনৈতিক আন্ডারটোনে পরিপূর্ণ। ছবিটিতে রজনীকান্ত এবং আমিরের পাশাপাশি নাগার্জুন আক্কিনেনি, উপেন্দ্র রাও, সত্যরাজ, সৌবিন শাহির, রেবা মনিকা জন এবং রচিত রাম সহ একটি সমন্বিত কাস্ট রয়েছে। সাউন্ডট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর অনিরুদ্ধ রবিচন্দর দ্বারা তৈরি করেছেন। ছবিটি মুক্তি পাবে ১৪ আগস্ট।
টানা কয়েক বছর আমিরের ঝুলিতে ছিল না হিট ছবি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চড্ডা-ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর নিজেকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। চলতি বছরের তারে জমিন পরের সিক্যুয়েল সিতারে জমিন পর দিয়ে তাঁর সেই খরা কাটল। আপাতত খুশি আমির। তবে সেখানেই থেমে নেই অভিনেতা। ইতিমধ্যেই শুরু ভবিষ্যতের প্রস্তুতি। পাশাপাশি সিনেমাপ্রেমীদের জন্যও করছেন একাধিক পদক্ষেপ। সাফল্যের চেনা ছকেই যে ফের আমির ফিরবেন, তা বুঝে নিতে অসুবিধা হয় না। পাশাপাশি গৌরি স্প্র্যাটের সঙ্গে প্রেম চলছে চুটিয়ে।
