আজকাল ওয়েবডেস্ক: ধাক্কা খেয়েছিল শুক্রবারই। তবে সেই ধাক্কা আরও ব্যাপক ভাবে এসেছে সোমবার। সাতসকালেই মাথায় হাত বিনিয়োগকারীদের। সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস। স্বাভাবিক ভাবেই এই পতনের কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা। ওয়াকিবহাল মহলের মতে, আমেরিকায় মন্দার আশঙ্কা নিয়ে যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে, তারই প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। নিফটি সোমবার ৪৭৯ পয়েন্ট কমে ২৪,২৩৮হয়েছে। অন্যদিকে সপ্তাহের শুরুর দিনে এক লাফে সেনসেক্স কমেছে ১৫৩৬ পয়েন্ট। 

গোটা ঘটনায় এবার নজরে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবারই জানা গিয়েছিল নাসড্যাকের প্রায় ২. ৪৩ শতাংশ অর্থাৎ ৪১৭.৯৮ শতাংশ পয়েন্ট পতন হয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, বিশ্বব্যাপী শেয়ার বাজার পতনের অন্যতম মূল কারণ হল, আমেরিকার বেকারত্ব বেড়ে যাওয়া। সেখানে বেকারত্ব বেড়েছে ৪.৩ শতাংশ।

শুক্রবার শেয়ার বাজার পতনের পর, যে তথ্য প্রকাশ্যে এসেছিল, তাতে দেখা গিয়েছিল, মার্কিন মুলুকে চাকরি বৃদ্ধি হ্রাস পেয়েছে ব্যাপক হারে। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, আরও ব্যাপক হারে শেয়ার পতনের। 

বিনিয়োগকারীদের এখন নজর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। সেখানে এই বছরের শেষে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিশ্বের নানা স্থানের বিনিয়োগকারীরা সমান ভাবে নজর রেখেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকেও। হামাস নেতা খুনের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।