আজকাল ওয়েবডেস্ক: যারা ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পছন্দ করেন তাদের কাছে ব্যাঙ্কগুলি ভালো অফার নিয়ে আসে। সেখানে এসআইপিতে বিনিয়োগ করার তুলনায় ব্যাঙ্কে বিনিয়োগ করাই অনেকে বেশি সুরক্ষিত বলে মনে করে থাকেন। প্রতিটি ব্যাঙ্কে নির্ভরতা থাকে। সেদিক থেকে দেখতে হলে ব্যাঙ্কগুলি তাদের নিজের মতো করে সুদের হার স্থির করে দেয়।
এসবিআই দেশের একটি প্রধান ব্যাঙ্ক। তারা বেশ কয়েকটি যোজনা তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হল হর ঘর লাখপতি যোজনা। যারা খুব কম সময়ের মধ্যে বেশি টাকা নিজেদের ঘরে তুলতে চান তাদের জন্য এটি একটি সফল যোজনা। ৩ থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত এখানে টাকা রাখা যায়। মাসে মাত্র আড়াই হাজার টাকা করে রাখলেই এখানে লাখপতি হতে পারবেন।
এসবিআই নিয়ে এসেছে আরও একটি যোজনা যার নাম এসবিআই প্যাটরনস যোজনা। যাদের বয়স ৮০ বছর তারা এর সুবিধা নিতে পারেন। এখানেও থাকে ভালো সুদের হার।
অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুটি বিশেষ অফার নিয়ে এসেছে। তাদের সময় রয়েছে ৩০৩ দিন এবং ৫০৬ দিন। প্রথমটির জন্য সুদের হার রয়েছে ৭ শতাংশ করে। দ্বিতীয়টির জন্য সুদের হার রয়েছে ৬.৭ শতাংশ করে। সিনিয়র সিটিজেনরা বাড়তি সুবিধা পাবেন।
তবে একটা কথা মনে রাখবেন এই দুটি ব্যাঙ্কে গিয়ে সমস্ত কথা বলে তবেই এখানে বিনিয়োগ করবেন। যদি সেটি না করেন আর যদি আপনি আর্থিক ক্ষতির সামনে পড়ে যান তাহলে সেখানে তার দায় আজকাল ডট ইন নেবে না। তাই যেখানেই বিনিয়োগ করুন না কেন সেখানকার অফিসে গিয়ে সমস্ত কিছু জেনে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।
