আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ। চড়া রোদ উধাও হতেই স্বস্তির আবহাওয়া জেলায় জেলায়। বেলা গড়ালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারেও আবহাওয়ার পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রার পারদ চড়বে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে ঝড়ের দাপট কম থাকবে। সোমবারেও জেলায় জেলায় হলুদ সতর্কতা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারেও নিম্নমুখী পারদ। সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম। চলতি সপ্তাহে ফের জ্বালাপোড়া গরম ফিরলেও, তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে ঝড়ের দাপট কম থাকবে। সোমবারেও জেলায় জেলায় হলুদ সতর্কতা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারেও নিম্নমুখী পারদ। সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম। চলতি সপ্তাহে ফের জ্বালাপোড়া গরম ফিরলেও, তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই।
