আজকাল ওয়েবডেস্ক:‌ শীত ভালই ব্যাটিং শুরু করেছে। ভোরে ও রাতের দিকে ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কনকনে ঠান্ডা অবশ্য এখনও পড়েনি। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই নাকি তাপমাত্রা আরও কিছুটা কমবে। অবশ্য দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে।


হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপটে শীতের শিরশিরানি থাকবে। এটা ঘটনা, গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় পারদ ১৫ ডিগ্রিতে নেমেছে। ফলে শীত ভালই অনুভূত হচ্ছে। তবে জাঁকিয়ে যে তা বলা যাচ্ছে না।


উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। 


দুই বঙ্গেই আপাতত বৃষ্টির সম্ভাবনা যেমন নেই। তেমনই ভোরের দিকে কুয়াশার দাপটও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


প্রসঙ্গত, এখন শীতের পথে বাধা দেওয়ার মতো কোনও সিস্টেম সক্রিয় নেই। তাই আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। 


সামনেই বড়দিন। সেজে উঠছে উত্তর থেকে দক্ষিণ–বঙ্গের পর্যটন কেন্দ্রগুলি। পিছিয়ে নেই কলকাতাও। আর এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়ে রাখল হাওয়া অফিস। 

শনিবার অবশ্য তাপমাত্রা সামান্য বেড়েছে কলকাতায়। রয়েছে ১৫.‌৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিঙে শনিবার তাপমাত্রা নেমেছে ৬.৬ ডিগ্রিতে। কালিম্পং এবং কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


শনিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা শ্রীনিকেতনে। রয়েছে১১.৫ ডিগ্রি। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা দমদম, ডায়মন্ড হারবারে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর এবং কাঁথিতে ১২ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বারাকপুর এবং পুরুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড়ে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের রায়গঞ্জে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। দুই বঙ্গেই আপাতত পরিষ্কার, মেঘমুক্ত থাকবে আকাশ।