আজকাল ওয়েবডেস্ক: টানা বর্ষণের পর, এই মুহূর্তে রাজ্যে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় শুক্রবার দিনভর রোদ, মেঘলা মিলিয়ে আবহাওয়া। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি হবে, তবে পরিমাণ খুব একটা বেশি নয়।

 

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। হাওয়া অফিস বলছে, বৃষ্টি আর সেভাবে না থাকলেও, দুর্যোগ ঘনাচ্ছে সাগরে। উদ্বেগ বাড়াচ্ছে সেটাই। 

হাওয়া অফিসে জানিয়েছে, নিম্নচাপের কারণে উত্তাল হবে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে তৈরি হয়ে নিম্নচাপ। মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে বলে মনে করছে হাওয়া অফিস। নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে।

 সমুদ্রে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে ৩১ অগাস্ট পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি।  বৃহস্পতিবারের মধ্যে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় কড়া সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য। শুক্র ও শনিবার তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।