আজকাল ওয়েবডেস্ক: পুজো শুরু বাংলায়। ইতিমধ্যেই রাত জেগে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন সকলেই। চলতি বছরে অষ্টমী পর্যন্ত আবহাওয়া ঠাকুর দেখায় বাধা সৃষ্টি করবে না। হাওয়া অফিস বলছে, পঞ্চমী থেকে রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল হবে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। নবমীর সকালে ও রাতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দশমীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুজোর কদিন উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।