আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে বিরল প্রজাতির কচ্ছপ পাচারের ছক বানচাল। বিএসএফের তৎপরতায় উদ্ধার করা হয় ২৯৬টি কচ্ছপ। আটক করা হয়েছে পাচারকারীকে। বুধবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৫ নম্বর ব্যাটেলিয়নের অন্তর্গত ডোবারপাড়ার ফাঁড়ির জওয়ানরা এক সন্দেহজনক ব্যক্তিকে পাকড়ও করে। তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২৯৬টি বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপ। জানা গেছে, পাচারকারী বাংলাদেশের বাসিন্দা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
