আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানকে শোকজ নোটিশ পাঠাল কমিশন। কমিশনের সচিব রাকেশ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশনামায় বলা হয়েছে, ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, তা আদর্শ আচরণ বিধির পরিপন্থী। বৃহস্পতিবার অর্থাৎ ২৫ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে বিধায়ককে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, হামিদুল রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ রয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হামিদুল রহমান বলেছিলেন, ‘যে বিরোধী ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না তাঁদের মনে রাখতে হবে ২৬ এপ্রিল ভোটের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। এলাকার বাহিনীর সঙ্গেই তখন থাকতে হবে। তখন কিছু হলে তাঁরা যেন বলতে না আসেন। তাই মূল্যবান ভোটগুলি নষ্ট করবেন না।’ নির্বাচন কমিশনের কাছে এই বক্তব্যের ভিডিও এসেছে। তারপরই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। 
