অতীশ সেন, ডুয়ার্স: বকেয়া বেতনের দাবিতে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল দেবপাড়া চা বাগানের শ্রমিকরা। সকাল ৯টায় তারা জাতীয় সড়ক আটকে বসে পড়ে। উত্তর–পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম শিলিগুড়ি করিডোর ও চিকেন নেক এ অবস্থিত গুরুত্বপূর্ণ এই রাস্তায় অবরোধ চলতে থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ বাহিনী। দুপুরে অবরোধকারীদের সঙ্গে কথা বলতে আসেন জলপাইগুড়ি জেলার অপরাধ দমন শাখার ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা। এরপরও সন্ধে পর্যন্ত বিক্ষোভকারীরা রাস্তা আটকেই বসে ছিল। প্রসঙ্গত, একই ইস্যুতে গত শুক্রবার শ্রমিকরা চার ঘন্টা বানারহাট থানা ঘেরাও করে রেখেছিল। বানারহাট থানার আইসি মালিকের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছিলেন, রবিবারের মধ্যে তাদের বেতন অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই সময় শ্রমিকরা জানান, রবিবারের মধ্যে বকোয়া না পেলে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন। সেই অনুযায়ীই সোমবার সকালে তারা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মালিকের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে৷ এদিকে, বকেয়া বেতন নিয়ে শ্রম দপ্তরের তরফে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে জয়েন্ট লেবার কমিশনার এর দপ্তরে বৈঠক ডাকা হয়েছে। প্রথম দফার বৈঠকে শ্রমিকদের প্রতিনিধিদের বক্তব্য শোনা হবে। দ্বিতীয় দফার বৈঠকে সেই বক্তব্য মালিক পক্ষের কাছে তুলে ধরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
