আজকাল ওয়েবডেস্ক: উত্তরকন্যা যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী এবং বিজেপির অন্য সদস্যরা। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। কেন উত্তরকন্যা যেতে পারছেন না সেই প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুর অভিযোগ, উত্তরবঙ্গ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি নিজে সেই ব্যবস্থা দেখতে এসেছিলেন। কিন্তু পুলিশের বাধায় আটকে গিয়েছেন। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে তাঁদেরকে সমস্ত ধরণের সরকারি সুযোগ দিতে হবে বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।