মিল্টন সেন: সোমবার দুপুরে হঠাৎই জেলা সদরের বিশালক্ষ্মীতলা সায়রার মোড় সংলগ্ন ব্যস্ততম রাস্তার এক অংশে ধস। সমস্যার মুখে সাধারণ মানুষ। খবর পেয়ে ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে দেয় পুলিশ। পিপুলপাতি থেকে ইমামাবাড়া হাসপাতাল ও মল্লিক কাশিম হাট যাওয়ার রাস্তায় দেখা দিয়েছে ধস। বসে যায় মূল রাস্তার একাংশ। পরে জেসিবি এনে বসে যাওয়া রাস্তা খুঁড়ে বালি, মাটি তুলে ফেলার কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর চন্দ্রিমা সরকার, পুরসভা পূর্ত দপ্তরের ওএসডি দুলাল পাল।
এদিন ঘটনাস্থলে পৌঁছে ওএসডি জানিয়েছেন, মাটির তলায় পাইপ লাইনে লিকেজ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরসভার তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে। হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন,কে এম ডি এর কাজ হচ্ছে। মাটির নীচে কোনও সমস্যা আছে। পুরসভার ইঞ্জিনিয়াররা বিষয়টা দেখছেন। কয়েক মাস আগেও বিশালক্ষ্মী মন্দিরের সামনে এই একই রকম ধস নেমেছিল।বারবার ধস নামায় সমস্যায় পরছেন বাসিন্দা থেকে পথচারীরা।
ছবি: পার্থ রাহা
এদিন ঘটনাস্থলে পৌঁছে ওএসডি জানিয়েছেন, মাটির তলায় পাইপ লাইনে লিকেজ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরসভার তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে। হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন,কে এম ডি এর কাজ হচ্ছে। মাটির নীচে কোনও সমস্যা আছে। পুরসভার ইঞ্জিনিয়াররা বিষয়টা দেখছেন। কয়েক মাস আগেও বিশালক্ষ্মী মন্দিরের সামনে এই একই রকম ধস নেমেছিল।বারবার ধস নামায় সমস্যায় পরছেন বাসিন্দা থেকে পথচারীরা।
ছবি: পার্থ রাহা
