আজকাল ওয়েবডেস্ক: পূর্ণিমার কোটাল এবং প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নামখানা হাতিনিয়া দোয়ানিয়া নদীর বাঁধে ধস নেমেছে। এর জেরে উপকূলের বাসিন্দারা আতঙ্কে প্রহর গুনছেন। বেশ কিছু জায়গায় নদী বাঁধে ধসের জেরে বড় বড় গাছ নদী গর্ভে তলিয়ে গেছে। তার ফলে আশঙ্কায় দিন কাটছে নদীর বাঁধ লাগোয়া বসবাসকারীদের। এই বাঁধ লাগোয়া প্রায় শতাধিক পরিবারের বসবাস। নদীর বাঁধ লাগোয়া বসবাসকারীদের অভিযোগ, দ্রুত বাঁধ মেরামতি না হলে বাঁধ ভেঙে জল ঢুকতে পারে গ্রামে। প্লাবিত হতে পারে এলাকা।
অন্যদিকে ওই এলাকার বাসিন্দা তপন কুমার ভূঁইয়া জানান, 'নদী বাঁধের অবস্থা বেহাল। এখানে প্রায় ২ হাজার বিঘা ধান চাষের জমি আছে। প্রত্যেক বছর নোনা জল ঢুকে ধান চাষের ক্ষতি হয়। নদীর জল প্লাবিত হলে তখন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এই মুহূর্তে যাতায়াতের রাস্তায় ধস নেমেছে। এই নদী বাঁধের বিষয় নিয়ে লিখিত আকারে মন্ত্রী ও লোকাল প্রশাসনকে বহুবার জানিয়েছি। কিন্তু তার কিছুটা সুরাহ হলে ও আবার একই বেহাল দশা হয়ে পড়ে নদীর বাঁধের। তাই আমরা অনেকটাই আতঙ্কে থাকি। দুর্যোগ এলেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় আমাদের। তাই আমরা চাই কংক্রিটের কাজ।'
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ- সভাধিপতি সীমান্ত কুমার মালি জানান, বাঁধের কাজ হচ্ছে। জল এবং সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নজরে আনা হয়েছে বিষয়টি নিয়ে। এবং অতি শীঘ্রই বাঁধ মেরামতির কাজ সম্পূর্ণ হবে এবং এলাকার মানুষ স্বাভাবিকভাবে বসবাস করবেন।'
