আজকাল ওয়েবডেস্ক: দিনেদুপুরে ক্ষ্যাপা শিয়ালের কামড়ে জখম সাতজন। কোচবিহারের শীতলকুচির লালবাজার এবং ছোট শালবাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহতদের নিয়ে যাওয়া হয়েছে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বাদ যায়নি গবাদি পশুরাও। মঙ্গলবার দুপুরে আচমকাই আক্রমণ করে এই শিয়ালটি।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে শিয়াল দেখা গেলেও এভাবে কোনওদিন তারা আক্রমণ করেনি। এই শিয়ালটি এদিন আচমকাই তেড়ে এসে আক্রমণ করে। পালাতে গেলে রীতিমতো পিছনে ধাওয়া করে কামড়ে দেয়। লাঠি উঁচিয়ে ভয় দেখালেও লাভ হচ্ছে না।
এলাকাটি যেহেতু গ্রামীণ, তাই অনেকেই বাড়িতে হাঁস, মুরগি-সহ গবাদি পশু পালন করেন। মাঠে বা বাড়ির পাশে বেঁধে রাখা এই প্রাণীরাও শিয়ালের আক্রমণ থেকে রেহাই পায়নি। বেশ কয়েকটি গবাদি পশু শিয়ালের আক্রমণে জখম হয়েছে বলে জানা গিয়েছে। অবস্থা এমনই যে ছোট ছোট শিশুদের বাড়িতে আটকে রাখতে বাধ্য হচ্ছেন তাদের অভিভাবকরা।
আর শুধু ছোট শিশুই নয়, বড়রাও বাড়ির বাইরে পা রাখতে সাহস পাচ্ছেন না। শিয়াল ঢুকে পড়তে পারে এই আশঙ্কায় তাঁরা বাড়ির দরজা বন্ধ রেখে দিচ্ছেন। আত্মীয়দের বলছেন, যেন আপাতত কেউ না আসেন। এককথায় এলাকা জুড়ে তৈরি হয়েছে ভয়ের পরিবেশ।
