আজকাল ওয়েবডেস্ক: ভোটের দিন সন্দেশখালিতে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বাড়ল। আরও সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার। প্রসঙ্গত, শনিবার বসিরহাট কেন্দ্রে ভোটের দিন দফায় দফায় অশান্তি হয় সন্দেশখালিতে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ বিজেপি কর্মীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার গ্রেপ্তার করা হয় আরও সাত জনকে। সূত্রের খবর, সাত জনই বিজেপি কর্মী। অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২। ধৃতদের সোমবারই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন বিকেলে বেড়মজুরের ভোলাপাড়ায় সন্দেশখালি থানার এসআই সাগির গাজিকে আক্রমণের ঘটনায় বেড়মজুর থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম দীনেশ বারিক, পরিতোষ সর্দার, চিরঞ্জিৎ সর্দার, কৃষ্ণ সর্দার, দিলীপ সর্দার, মিহির হালদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার থেকে ফলপ্রকাশের দিন পর্যন্ত সন্দেখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
