আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায়। স্থানীয়রা জানান আনুমানিক দু’বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায়। যেখানে স্থানীয় একাধিক গ্রামের ছেলেরা খেলাধুলা করে। অভিযোগ, এলাকার বিষ্ণুপুর এলাকার রণমিত্র, ভালুকা এলাকার গৌড় ঘোষ, ও দে পাড়া এলাকার যুব্বার শেখ, এরা এলাকার মস্তান ও প্রমোটার। এলাকার এই খেলার মাঠকে দখল করার উদ্দেশে মাঝে মাঝেই অশান্তি করে আর এদিন ভাড়া করা গুন্ডা এনে মাঠ দখল করতে যায়। স্থানীয়রা বাধা দিলে দুষ্কৃতীরা তাদের ভয় দেখায়। তাদের আরও দাবি এই জমির দখল নিয়ে ঘটনা আদালত পর্যন্ত গড়ায়, ও আদালত জমিটিকে স্থানীয়দের খেলার মাঠ হিসেবেই রায় দেয় বলেও দাবি করে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায় এই তিন প্রোমোটার শাসকদলের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি ও নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ স্থানীয়দের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
