আজকাল ওয়েবডেস্ক: ফলক বিতর্কে গত কয়েকমাসে উত্তাল শান্তিনিকেতন। ফলকের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ, রাজনৈতিক দল। এবার সেই বিতর্কিত ফলক সরিয়ে নতুন ফলক বসল বিশ্বভারতীতে। শুধু সরলই না, ভাঙা হল বিতর্কিত সেই ফলক। বিতর্কের সূত্রপাত মাসকয়েক আগে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পর বিশ্বভারতীর তিন জায়গায় ফলক বসানো হয়। তাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামোল্লেখ ছিল। তারপরেই বিতর্ক তৈরি হয়। ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই কেন? প্রশ্ন ওঠে চতুর্দিক থেকে। রাজ্যের শাসক দল টানা ১৪ দিন শান্তিনিকেতনে প্রতিবাদ সভা করে। এছাড়াও সাধারণ মানুষেরাও সামিল হয়েছিলেন প্রতিবাদে।

বিক্ষোভের সাঁড়াশি চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ওই ফলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সূত্রের খবর, বুধবার বিতর্কিত ফলকগুলি সরিয়ে নতুন ফলক বসেছে বিশ্বভারতীতে। নতুন ফলকে রয়েছে ইউনেস্কো, শান্তিনিকেতনের লোগো এবং অশোক স্তম্ভ। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে নতুন ফলকে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তবে নতুন ফলকে আচার্য বা উপাচার্যের নাম নেই।