আজকাল ওয়েবডেস্ক: ফের একবার মুর্শিদাবাদ জেলাতে 'অজানা জ্বরে' ভুগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার নতুন লোহরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মহম্মদ সাদেক আলি (৬১)। শনিবার দুপুর নাগাদ ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

 

সামশেরগঞ্জের ব্লক মেডিক্যাল স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন বলেন, 'ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাঁর ডায়রিয়ার কিছু লক্ষণ ছিল এবং সেটি নিয়ন্ত্রণে আসছিল না। এর পাশাপাশি ওই ব্যক্তির ডেঙ্গি পরীক্ষার রিপোর্টও পজেটিভ এসেছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করছি ঠিক কী কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।' 

 

মৃত ওই ব্যক্তির পরিবারের এক সদস্য মুস্তাকিন হোসেন বলেন, 'গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন সাদেক আলি। শনিবার সকাল থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে ডাক্তাররা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। সেখানে রাত একটা নাগাদ তার মৃত্যু হয়েছে।' 

 

তিনি বলেন, ঠিক কী কারণে আমাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি মৃত্যুর আগে তার শরীরে প্লেটলেটের পরিমাণ হঠাৎ করে খুব কমে গিয়েছিল।' 

 

প্রসঙ্গত, দিন সাতেক আগে নতুন লোহরপুর গ্রামে এক মহিলা অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ফের একবার ওই গ্রামের আরও এক ব্যক্তির জ্বরে ভুগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে।