চলতি বছরে শীতের ঝোড়ো ব্যাটিংয়ে চমকে উঠেছে শহরবাসী। গত এক যুগের বেশি সময়ে এমন ঠান্ডার কবলে পড়েননি কেউ। কবে কনকনে ঠান্ডা থাকে সামান্য স্বস্তি পাওয়া যাবে? অবশেষে জানাল হাওয়া অফিস।
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
3
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের সর্বত্র রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় হেরফের হবে না। তার পরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অর্থাৎ সপ্তাহান্তে খানিকটা তাপমাত্রা বাড়বে।
4
6
আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। রোদের দেখা মিললেও, ঠান্ডার দাপট জারি থাকবে দিনের বেলায়।
5
6
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।
6
6
দক্ষিণবঙ্গের আরও ছ'জেলায় শীতল দিন থাকতে পারে। এই জেলাগুলি হল, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। উত্তরবঙ্গে কোথাও এখনই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।