আজকাল ওয়েবডেস্ক:‌ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা। জানা গেছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।


বাসভবনের অফিসের টেবিলের কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক যুবককে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর। মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা হল তা প্রশ্ন উঠছে। তবে আইনমন্ত্রীর কোনও আঘাত লাগেনি। 


জানা গেছে, বুধবার দুপুরে এক যুবক মন্ত্রীর আসানসোলের আপকার গার্ডেনের বাড়ির সামনে আসে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় সে। তবে সাক্ষাতের জন্য আগাম সময় চেয়ে না রাখায় নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে ঢুকে পড়ে ওই যুবক। মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙে সে। ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাকে হাতেনাতে ধরা হয়। 
জেরায় ওই যুবক দাবি করেছে তাকে কেউ পাঠায়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার পর এই কাজ করেছে সে। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।