আজকাল ওয়েবডেস্ক: সংসদ কাণ্ডে বাংলার সঙ্গে কোন যোগাযোগ নেই, ঝাড়খন্ড বা অন্য কোথাও আছে। তদন্ত নিরপেক্ষ হোক আমরা চাই। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন, বাংলাকে নিয়ে কুৎসা করা ও অপপ্রচার করা এদের সারাক্ষণের কাজ। ,বাংলা কোন অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।

১৯ ডিসেম্বর দিল্লিতে বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের। তার পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মমতা। জানান, কিছু সাংসদদের নিয়ে ওখানে যাব। বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে, একমাত্র রাজ্য বাংলা যাকে বঞ্চিত করা হচ্ছে। ব্রিগেডের মাঠে গীতাপাঠে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "উনি আসবেন, নাচবেন ওনার মর্জি। তাতে আমার কোনো আপত্তি নেই।"