আজকাল ওয়েবডেস্ক : জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনে পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত ২ জনের ১১ দিনের পুলিশ হেফাজত। সিপিএম নেতা আনিসুর লস্কর সহ ২ জনের পুলিশ হেফাজত। জয়নগর কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার ৩। পুলিশের দাবি, এই ঘটনার মাস্টারমাইন্ড আনিসুর। যদিও খুনের ঘটনা নিয়ে ধৃতরা মুখে কুলুপ এঁটেছে। এই খুনের ঘটনায় তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। মোট ১১ জন দক্ষ অফিসার রয়েছেন এই টিমে। শুক্রবারও নানা জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে খবর। তবে দোলুয়াখাঁকি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনও অভিযুক্ত ধরা পড়েনি।
