আজকাল ওয়েবডেস্ক:‌ গুয়াহাটি টেস্টে খেলতে পারবেন না শুভমান গিল। এটা নিশ্চিত হয়ে গিয়েছে। তিনি বাড়ি ফিরে গিয়েছেন। নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। কিন্তু প্রশ্ন হল গিলের জায়গায় খেলবেন কে?‌


এটা ঘটনা গুয়াহাটিতে জিততেই হবে ভারতকে। হার বা ড্র মানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারতে হবে। তার উপর গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ। স্বভাবতই প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে সতর্ক কোচ গৌতম গম্ভীর।


চোটের জন্য ছিটকে গিয়েছেন অধিনায়ক শুভমান গিল। গুয়াহাটিতে নেতৃত্ব দেবেন পন্থ। সুতরাং ইডেনের প্রথম একাদশ অপরিবর্তিত রাখা সম্ভব নয়। শুভমানের পরিবর্তে কে খেলবেন, তা শুক্রবার বলতে চাননি পন্থ। 


তবে রান না পেলেও গুয়াহাটিতে ওপেন করতে যাবেন যশস্বী জয়েসওয়াল ও লোকেশ রাহুল। এই দু’‌জনের খেলা নিয়ে কোনও সংশয় নেই।


আপাতত যা ঠিক হয়েছে, তিনে যাবেন সাই সুদর্শন। শুভমানের পরিবর্ত হিসাবে প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা সাইয়ের। বেশ কয়েকটি টেস্ট খেললেও তেমন বড় সাফল্য পাননি। তবু তাঁর উপর আস্থা রাখছেন গম্ভীর। ইডেন টেস্টের পর থেকেই সুদর্শনকে তৈরি করতে শুরু করেছিলেন।


চার নম্বরে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। তাঁকে এই সিরিজে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল ফর্মে ছিলেন তরুণ উইকেটরক্ষক। শুভমানের জায়গায় সম্ভবত তিনিই ব্যাট করবেন।


পাঁচে আসবেন ঋষভ পন্থ। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও তাঁকে নিতে হবে দায়িত্ব। 


ইডেন টেস্টে তিনে নামা ওয়াশিংটন সুন্দরকে নামানো হতে পারে ছয় নম্বরে। ওয়াশিংটনকে তাঁর অভ্যস্ত ব্যাটিং অর্ডার ফিরিয়ে দেওয়া হতে পারে। সাতে রবীন্দ্র জাদেজা। তাঁর খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।
আটে দেখা যেতে পারে নীতীশ কুমার রেড্ডিকে। অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন তিনি। গুয়াহাটির ২২ গজে জোরে বোলারেরা সাহায্য পেতে পারেন। সে কথা মাথায় রেখে প্রথম একাদশে রাখা হতে পারে নীতীশকে। 


বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের খেলাও নিশ্চিত। আর দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকার কথা বুমরা ও সিরাজের। অর্থাৎ গুয়াহাটি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুটি বদল হতে পারে।