আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পন্থের। তবে শুভমান গিলের মতো তিনিও টস হারলেন। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে। চোটের জন্য এই টেস্টে নেই অধিনায়ক শুভমান গিল। টসে জিতে গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারতীয় দলে দু’টি বদল এসেছে। শুভমানের বদলে খেলছেন সাই সুদর্শন। এর সঙ্গে অক্ষর প্যাটেলকে বসিয়ে খেলানো হচ্ছে নীতীশ কুমার রেড্ডিকে। গুয়াহাটির পিচ জোরে বোলারদের সাহায্য করতে পারে। সে কথা মাথায় রেখে এক জন স্পিনিং অলরাউন্ডারের পরিবর্তে এক জন পেস অলরাউন্ডার রাখা হয়েছে দলে। গুয়াহাটির পিচ দেখে দুই অধিনায়কেরই বক্তব্য, এতে ব্যাটিং করা সহজ হবে। উল্লেখ্য, অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট ম্যাচ।


এদিকে, পন্থ হলেন ভারতের ৩৮ তম টেস্ট অধিনায়ক। নেতৃত্ব বদল হলেও ভারতের টস ভাগ্য অবশ্য বদলাল না।


ভারতের প্রথম একাদশ:‌ যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক)‌ ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
এদিকে, দক্ষিণ আফ্রিকা দলেও একটি বদল হয়েছে। করবিশ বশের জায়গায় প্রথম একাদশে এসেছেন ব্যাটিং অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী। বাকি দল অপরিবর্তিত রয়েছে।


প্রসঙ্গত, দুই টেস্টের সিরিজে ১–০ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট ড্র রাখতে পারলেই সিরিজ প্রোটিয়াদের। জিতলে তো কথাই নেই। আর সিরিজ হার বাঁচাতে হলে জেতা ছাড়া গতি নেই পন্থদের।