আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'মান্থা' সরাসরি সরাসরি কোনও আঘাত হানতে পারেনি। তবে তার পরোক্ষ প্রভাবে বাংলার নানা প্রান্তে বৃষ্টি হচ্ছে। যদিও ঝড়ের শক্তি কমেছে, ঘূর্ণিঝড় এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু, আগামী দিন কয়েক রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়–বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে কবে কমবে বৃষ্টি? কবে থেকে মিলবে শীতের আমেজ? এই নিয়েই রইল আজকের আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে আজ, শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫) বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এ দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ার মতো জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে বদলাবে, বৃষ্টি বিদায় নেবে। শুষ্ক আবহাওয়া অনুভীত হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, পাহাড় লাগোয়া দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। তবে রবিবারের পর থেকে (সোমবার থেকে) আবহাওয়ার উন্নতি দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া
শুক্রবার সকালে কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। যদিও বিগত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে। কিন্তু, ভ্যাপসা অনুভূতি রয়েছে। আজও (৩১ অক্টোবর, ২০২৫) মহানগরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কবে পড়বে শীত?
প্রতিবছর অক্টোবরের শেষভাগ থেকে বা নভেম্বরের শুরুতে বাংলায় ঠান্ডার আমেজ শুরু হয়। তবে এবারে বৃষ্টি থামলেও, এখনও তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা যায়নি। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি কমে গেলে তাপমাত্রা কিছুটা নামবে, কিন্তু পাকাপাকিভাবে শীত নামতে আরও কিছুটা দেরি হবে বলেই পূর্বাভাস।
