আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠীর দিনও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এখন প্রশ্ন পুজোর সপ্তমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, পুজোর বাকি চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে তা বিক্ষিপ্তভাবে হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। হাওয়া অফিস আরও জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টি বাড়তে পারে কিছু কিছু জেলায়। কলকাতাতেও থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে তা পুজোর আনন্দে প্রভাব ফেলবে না। অবশ্য বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। ঘাম হবে।
ষষ্ঠীর দিন যেমন কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তা সঙ্গে করেই মানুষজন মন্ডপে মন্ডপে ভিড় জমিয়েছেন। পুজোয় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২–৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, উত্তরবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যা সপ্তাহভর চলতে পারে।
