আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে। মিষ্টির দোকানের গোডাউনে গ্যাস লিক করে মৃত্যু ২ শ্রমিকের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরবেলায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল টাউনশিপে একটি মিষ্টির দোকানের পিছনে গোডাউনে। রাতে সেখানে ছিলেন ৮ জন শ্রমিক। গোডাউনে রাখা একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। অসুস্থ বোধ করায় ভোরবেলায় মালিককে ফোন করে জানান এক শ্রমিক। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের দরজা ভেঙে শ্রমিকদের উদ্ধার করা হয়।
হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ছয়জন এখনও চিকিৎসাধীন।