আজকাল ওয়েবডেস্ক : এগিয়ে নিয়ে যেতে হবে খেলাধুলা। এগিয়ে নিয়ে যেতে হবে ফুটবল চর্চা। দু'দিন ব্যাপী দিবারাত্র ফুটবল প্রতিযোগিতার শেষ দিনে এই আওয়াজই উঠল। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন-এর (ডিওয়াইএফআই) হুগলি জেলার কোন্নগর কানাইপুর-নবগ্রাম আঞ্চলিক কমিটি এই খেলার আয়োজন করে।
আয়োজকরা জানিয়েছেন, বিজয়ী এবং বিজিত দলকে ডিওয়াইএফআই-এর ছাত্রনেতা প্রয়াত সত্রাদীপ দে উইনার্স ট্রফি এবং এলাকার বিশিষ্ট ফুটবলার প্রয়াত অনির্বাণ ব্যানার্জি রানার্স ট্রফি দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১৬টি দল।
ফাইনাল বা চূড়ান্ত খেলাটি আয়োজিত হয়েছিল রাতে। মাঠভর্তি দর্শকের সামনে মুখোমুখি হয় বড়বহেরা এবং কানাইপুর বাঁশাই গ্রাম। জয়ী হয় বড়বহেরা। ডিওয়াইএফআইয়ের হুগলি জেলার সম্পাদক শুভঙ্কর দাশ ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ দাশ ও অন্বেষা দাশগুপ্ত ছাড়াও ছিলেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব।
