আজকাল ওয়েবডেস্ক: পুজো শুরুর আগে ফি বছর রাজ্যে দেখা দেয় ডেঙ্গি। আর প্রত্যেক বছর এই ডেঙ্গির প্রভাব বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই পুরোদমে বর্ষা এসে গিয়েছে বাংলায়। কয়েকদিন বাদেই পুজো শুরু। তার আগে ডেঙ্গি সংক্রমণে লাগাম দিতে আগাম সতর্কতা নিচ্ছে রাজ্য। জেলাগুলিতেও আগেভাগেই বৈঠক করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

 

 

সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফেও। আগাম যাতে চিহ্নিত করা যায় সেই চেষ্টা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। তবে ডেঙ্গি সংক্রমণে লাগাম দিতে এবার অভিনব পদ্ধতি আনছে রাজ্য শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ডেঙ্গি শনাক্তকরণে একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে।

 

 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর মাধ্যমে শনাক্তকরণ কাজ শুরু হচ্ছে। এতে করে অনেক তাড়াতাড়ি ধরা পড়ে যাবে আদৌ রোগী ডেঙ্গিতে আক্রান্ত কিনা। কেউ ডেঙ্গিতে আক্রান্ত হলে যাতে সুস্থ করে তোলা যায় সে কারণে ব্যবস্থা করা হচ্ছে ভ্যাকসিনের। ডেঙ্গি ভ্যাকসিন এলে কমবে আক্রান্তের সংখ্যাও এমনটাই মনে করছে স্বাস্থ্য দপ্তর।