আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে সমস্যা চলছে দিদির শ্বশুর বাড়িতে। একটি জমি নিয়ে চলছে পারিবারিক বিবাদ। ভাইফোঁটার দিন সেই বিবাদ মেটাতে গিয়েই প্রাণ গেল ভাইয়ের। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানা কুলেশ্বর এলাকায়। নিহত ওই যুবকের নাম মিঠুন সরদার , বাড়ি উস্তি থানার সাতঘরা এলাকায়। জানা গিয়েছে, বুধবার মিঠুন দিদির বাড়ি গিয়েছিলেন ভাইফোঁটার জন্য। দিদির শ্বশুর বাড়ির পারিবারিক বিবাদ মেটাতে গিয়েই গুলি লাগে তাঁর বুকে। জানা গিয়েছে, অভিযুক্ত পরেশ মন্ডল তার বন্দুক বের করে বিবাদের মাঝে গুলি চালায়। দিদিকে বাঁচাতে গেলে পরপর দুটি গুলি লাগে মিঠুনের বুকে। জখম অবস্থায় মিঠুনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি, হাসপাতালে চিকিতসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, দিনকয়েক আগেই শ্যুটআউটের ঘটোনা ঘটেছে জয়নগরে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে এলাকার পরিস্থিতি। তার পরেই ফের একই ঘটনা ডায়মন্ডহারবারে।
