আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে জারি রয়েছে ডেঙ্গু সংক্রমণ। সরকারি ভাবে কত মানুষ ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন তার কোনো হিসাব না পাওয়া গেলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছর রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দমদম এলাকায়।

ডেঙ্গি এবং জ্বরে আক্রান্ত হয়েছেন সেখানকার প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা। বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই ডেঙ্গি চলে যাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তা তো হয়ই নি উল্টে জারি রয়েছে ডেঙ্গির প্রকোপ। দোসর হয়েছে ম্যালেরিয়া এবং টাইফয়েডও।