আজকাল ওয়েবডেস্ক:‌ লজে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ক্যানিংয়ে। 

জানা গেছে, ওই মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিন্তু সেখানে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই চিকিৎসকের চেম্বার থেকে মহিলার সঙ্গী পালান বলে অভিযোগ।


ঘটনাটি ঘটেছে ক্যানিং বাজার এলাকায়। সেখানকার একটি লজে শুক্রবার দুপুরে মহিলাকে নিয়ে যান তাঁর সঙ্গী। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে তিনি জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। লজকর্মীদের সহায়তায় ওই মহিলাকে তিনি নিকটবর্তী চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। পরে সেখান থেকে উধাও হয়ে যান বলে অভিযোগ। সংশ্লিষ্ট চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশে খবর দেন। 


পুলিশ সূত্রে খবর, বছর সাতচল্লিশের মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খোঁজ চলছে তাঁর সঙ্গী মহসিন মোল্লার। শুক্রবার রাতে মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি লজের কর্মীদের জানায় মহসিন। সকলে মিলে মহিলাকে টোটোয় তুলে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যায়। পরে সকলের নজর এড়িয়ে এলাকা ছাড়ে মহসিন। আইসি ক্যানিং সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল আসেন এলাকায়। শুরু হয়েছে তদন্ত। লজের ঘরটিকে সিল করে দিয়েছে পুলিশ। এলাকার মানুষের দাবি ওই লজে দেহ ব্যবসা হয়। সেখানেই ওই মহিলাকে শুক্রবার দুপুরে নিয়ে এসেছিল মহসিন।