আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি লম্বা জিজ্ঞাসাবাদ, তল্লাশির পর জ্যোতিপ্রিয়কে হেফাজতে নিয়েছিল। বর্তমানে জেল হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অন্যদিকে বহু বছর ধরে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের সংগঠন ছিল জ্যোতিপ্রিয়র হাতেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছিল, জ্যোতিপ্রিয়র অনুপস্থিতিতে জেলার সংগঠনের হাল ধরবেন কে? এই পরিস্থিতিতে বুধবার পার্থ ভৌমিক, তাপস রায় সহ বেশ কয়েকজনকে বৈঠকে ডেকেছিলেন দলনেত্রী। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার সংগঠনের জন্য কোর কমিটি গড়ে দিয়েছেন খোদ সুপ্রিমো। জানা গিয়েছে ৮ সদস্যের কোর কমিটি গঠন করেছেন তিনি। সুজিত বসু, বীণা মণ্ডল, হাজি নুরুল, নারায়ণ গোস্বামী, বিশ্বজিৎ দাস, তাপস রায়, রথীন ঘোষ এবং পার্থ ভৌমিক রয়েছেন ওই কোর কমিটিতে। এই কোর কমিটি খতিয়ে দেখবে জেলার পরিস্থিতি। বিধানসভাগুলিতে কী সমস্যা আছে না আছে, সেগুলি দেখভাল করবে এবং একটি নির্দিষ্ট সময় পর পর বৈঠকে বসবে। ২০২৪ এর লোকসভার ভোটের আগে জেলায় জেলায় সংগঠন আরও মজবুত করাই লক্ষ্য। ওয়াকিবহাল মহলের মতে, সংগঠন মজবুতের লক্ষ্যেই গঠন করা হল এই কোর কমিটি।