আজকাল ওয়েবডেস্ক: অষ্টমীর সন্ধেবেলা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আক্রমণে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার শিশাপাড়া এলাকাতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি শিশাপাড়া মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশাপাড়া মোড়ে শফিকুলের একটি গ্রিলের ফ্যাক্টরি রয়েছে। রবিবার সন্ধ্যেবেলায় গ্রিলের ফ্যাক্টরি বন্ধ করার পর স্থানীয় একটি মুদিখানার দোকানে দাঁড়িয়ে কিছু কাজ করছিলেন শফিকুল। সেই সময় হঠাৎই টিয়ারুল শেখ নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক এসে হঠাৎই তাঁর গলা লক্ষ্য করে ধারাল একটু চাকু চালিয়ে দেয়। আক্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শফিকুল। স্থানীয় বাসিন্দারা শফিকুলকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এলাকাবাসী কিছু বোঝার আগেই টিয়ারুল এলাকা ছেড়ে পালান। আশরাফুল শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'বছর সাতেক আগে পিয়ারুলের বিরুদ্ধে নিজের স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি ওই যুবক যখন তখন এলাকাবাসীকে মারধর করত। কয়েকবার পুলিশে তাকে গ্রেপ্তারও করেছে। এলাকাতে ভবঘুরের মতোই ঘুরে বেড়াত ওই যুবক।' তিনি বলেন, 'টিয়ারুলের সাথে শফিকুলের কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে সে হঠাৎ শফিকুলের উপর ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল তা আমরা বুঝতে পারছি না।' ইসলামপুর থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, 'শফিকুলকে খুন করার পর টিয়ারুল এলাকা থেকে পালিয়ে গেলেও রাত দেড়টা নাগাদ আমরা তাঁকে খুঁজে পাই। ইতিমধ্যে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।'
