আজকাল ওয়েবডেস্ক: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে আবারও বাঘের উপস্থিতি ধরা পড়ল। বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়ল প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘ।
বক্সা টাইগার রিজার্ভে ফের বাঘের উপস্থিতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলল। চলতি ক্যামেরা ট্র্যাপিং কর্মসূচির সময় গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছে বলে জানায় বনদপ্তর।
উল্লেখ্য, বাঘেদের রাজা হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগার পরিচিত। পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যেত। ১৯৮৩ সালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলকে ১৫ তম বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সময় থেকে বক্সা’র জঙ্গলে বাঘ সংরক্ষণের কাজ চলতে থাকে। বাঘের উপস্থিতির সংখ্যা বেশি থাকায় ১৯৯৭ সালে রাজ্য সরকার এই জঙ্গলকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করে। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর থেকে জঙ্গলে তেমন একটা বাঘের দর্শন পাওয়া যায়নি।
জানা গেছে এর আগে ২০২১ সালের ডিসেম্বরে বক্সা টাইগার রিজার্ভে বাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে ফের বাঘের উপস্থিতি ধরা পড়ে। এবার দীর্ঘ প্রায় দুই বছর পর ফের বনদপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় বাঘের দর্শন পাওয়া গেল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের বাঘের দর্শন মেলায় উচ্ছসিত বন কর্তারা।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র আধিকারিক হরিকৃষ্ণন পিজে জানান, ‘২০২১ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল। জঙ্গলে বাঘের উপস্থিতি সুনিশ্চিত করতে আমরা ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিলাম। দুই বছর পর সেই ক্যামেরাতেই জঙ্গলের রাজার উপস্থিতি ধরা পড়ল। আমার আশাবাদী জঙ্গলে আরও বাঘের উপস্থিতি থাকতে পারে।’
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের উপস্থিতি ধরা পড়ায় একদিকে যেমন উচ্ছ্বসিত বনদপ্তর, তেমনি উচ্ছ্বসিত এলাকার পর্যটন ব্যবসায়ীরা। বাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের পর্যটকদের ঢল উপচে পড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা।
