যে হাড়কাঁপানো শীতের দেখা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দেখা গিয়েছিল, তা উধাও হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক–দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে।
2
6
শনিবার দক্ষিণবঙ্গের এক–দুটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে রাজ্যের বাকি অংশে আজকের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
3
6
দক্ষিণবঙ্গের বহু জায়গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। উত্তরবঙ্গের এক–দুটি এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও, কয়েকটি জায়গায় আবার স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
4
6
রাজ্যের সমতল অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও কল্যাণীতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের কোচবিহারে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
5
6
শীতই এবারের মতো বিদায় নিচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা উপভোগের দিন এবার শেষের পথে। তবে শনিবার এবং রবিবার মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া।
6
6
কুয়াশার দাপট অবশ্য থাকবে। যার ফলে ভোরের দিকে কমবে দৃশ্যমানতা। শনিবার শহরের পারদ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।