আজকাল ওয়েবডেস্ক: নেট পরীক্ষায় দুর্নীতিতে তোলপাড় দেশ। দিল্লি, লখনউ সহ একাধিক জায়গায় প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়ারা। পরীক্ষা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নেট বাতিল করে দিয়েছে ইউজিসি। এবার নেট দুর্নীতিতে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্রাত্য বলেন, ‘দুর্নীতির তালিকায় এবার নতুন দুর্নীতি যুক্ত হল। স্বচ্ছতার সঙ্গে আপস করে নেট পরীক্ষা বাতিল করা হল।
?ref_src=twsrc%5Etfw">June 20, 2024
New scam in the market in the series of scams!Cancellation of UGC-NET due to compromised integrity of the examination! CBI enquiry has been ordered! Question is can they nab the HEAD?
— Bratya Basu (@basu_bratya)Tweet by @basu_bratya
সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে চক্রের মাথা কী ধরা পড়বে?’ নেট এবং নিট পরীক্ষার দুর্নীতিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা মন্ত্রকের ভূমিকা। এরই মধ্যে কেন্দ্রকে পাল্টা আক্রমণে রাজ্যের শিক্ষামন্ত্রী।
