আজকাল ওয়েবডেস্ক :  জামিন পেয়ে তিহার জেল থেকে খুব তাড়াতাড়ি ঘরে ফিরবেন কেষ্ট মন্ডল। কয়েকদিন আগে সিবিআইয়ের করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তারপর শুক্রবার ইডির দায়ের করা মামলায় দিল্লি রাউস এ্যাভিনিউ কোটে ১০ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পান অনুব্রত মণ্ডল।

 

 বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ। জামিনের খুশিতে জেলার দিকে দিকে দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের সবুজ আবির খেলা, নাচ, মিষ্টি বিতরণ। বীরভূমের নানুরের থুপসার অঞ্চলের আতকুলা গ্রামে খাসির মাংস দিয়ে প্রায় ৪০০ জন গ্রামবাসীকে খাওয়ানো হল । খাবারে মেনু ছিল ভাত, খাসির মাংস, আলুর তরকারি, দই, পাপড়। সঙ্গে অনুব্রত মন্ডলের “খেলা হবে” গান।

 

সকলে বলছেন ফের ঘরে ফিরছে বীরভূমের বাঘ। তাই আগে থেকে একটু আগাম আনন্দ করে নেওয়া। গোটা বীরভূমের অলিতে গলিতে এখন উৎসবের মেজাজ।